[:bn]লিটল ফ্রি লাইব্রেরি [:]

[:bn]লিটল ফ্রি লাইব্রেরি [:]

March 27, 2019

[:bn]এখনও পর্যন্ত বিশ্বের ২০টি দেশে এবং আমেরিকায় ৪০টি রাজ্যে এই দেখতে পাওয়া যায়। এই লাইব্রেরিটি প্রথম বানিয়েছিলেন হার্ডসনের টোড বোল তাঁর মায়ের স্মৃতির উদ্দেশে। টোডের মা ছিলেন একজন শিক্ষিকা এবং বই পড়তে খুব ভালোবাসতেন।সবসময় বই-ই ছিল তাঁর সঙ্গী।শুধু তাই নয় অন্যকেও বই পড়াতে ভালোবাসতেন। তাই তাঁর মৃত্যুর পর টোড একটি ওয়াটার প্রুফ বক্স বানিয়ে তার মধ্যে বেশ কয়েকটি বই ভরে রেখে দেন বাড়ির বাইরে। সেই থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই লিটল ফ্রি লাইব্রেরি কনসেপ্ট। [:]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *