[:bn]সম্পাদকীয়[:]

[:bn]সম্পাদকীয়[:]

January 5, 2018

এসে পড়ল শীতের ছোঁয়া , অতএব কলকাতা আবার উৎসবের মেজাজে। হরেক রকম মেলা , ফেস্ট , শো , ওয়াক নিয়ে মাতামাতি শুরু হওয়ার সময় চলে এল। আমাদের গরম প্রধান দেশে শীতের পরশ এলেই মনটা যেন আপনা আপনি নেচে ওঠে। তাই না ? এসি ঘরে বসে বসে প্রকৃতির সঙ্গে আমাদের যোগাযোগ দিন কে দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্চে। তাই এই সময় টা মন খুলে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ টা হাতছাড়া করতে ইচ্ছে করে না। তোমাদের অবশ্য পরীক্ষার চাপ থাকে এই সময়। আমাদের দেশে যা অবস্থা তাতে ভবিষ্যতের উপার্জনের পথ মসৃণ করতে ভালোবাসো আর নাই বাসো পড়াশোনা করতে হয়। তোমাদের মধ্যে যারা লেখাপড়া করতে ভালোবাসো না, অথচ জোর করে পড়ার বইতে মুখ গুঁজে বসে থাকতে হয় তাদের জন্য সত্যিই আমার বড়ো কষ্ট হয়। লেখাপড়ার প্রতি যাদের ভালবাসা থাকে তাদের অবশ্যই এই যন্ত্রণা সহ্য করতে হয় না। আবার এই রকমও ঘটে যে তার হয়ত লেখাপড়ার প্রতি আগ্রহ অনুরাগ অথচ সেটা চালাবার মতো সামর্থ্য বা পারিপার্শ্বিক অবস্থা কোনটাই নেই। এইরকম ভূরি ভূরি উদাহরণ আছে যারা আর্থিক দুরবস্থার জন্য শিক্ষা লাভ করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু শুধুমাত্র দুর্ভাগ্যের জয় করার মনোবলকে সহায় করে তাঁরা বিশ্বজয় করতে পেরেছিলেন। তাদের মধ্যে একজনের নাম ডঃ মেঘনাদ সাহা।

রুপা মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *